উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলায় মিলল প্লাস্টিক ডিম

কলকাতার পর এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও মিলল প্লাস্টিক ডিম।  এধরনের ডিম জানাজানি হতেই এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। জেলা শাসক আয়েষা রানী  জানিয়েছেন, ঘটনাটি তিনি জেনেছেন। জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।  গতকাল রাতে ইসলামপুর স্টেশন কলোনীর একটি রোলের দোকানদার রসময় সরকার স্থানীয় এক ডিম ব্যবসায়ী বিকাশ শীলের কাছ থেকে একপাতা অর্থাৎ ৩০ টি ডিম কিনে আনেন।  সেই ডিম থেকে আটটি ডিম ভাঙ্গা হলে সবকয়টি ডিম একই রকম হওয়ায় তাদের সন্দেহ হয়।

তবে ডিম ব্যবসায়ী বিকাশ শীলের দাবি তিনি বৈধ কাগজপত্র নিয়ে ডিম কিনে এনেছেন।  এই ঘটনায় তিনি কোনভাবেই দায়ী নন। জেলা শাসকের নজরে বিষয়টি আনেন এলাকার মানুষ। এই খবর পাবার পরই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।